• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্যা : ফরিদপুরে ৫৪১ গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২৫ জুলাই ২০২০, ১৫:১৪
Flood, Faridpur, flooded
ছবি সংগৃহীত

সম্প্রতি দ্বিতীয় দফা বন্যায় ফরিদপুরের সাত উপজেলার ৫৪১টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জেলায় পানিবন্দি হয়েছে দেড় লক্ষাধিক মানুষ।

গত ২৪ ঘণ্টায় আবারোও ফরিদপুরের পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকায় এ পানি প্রবেশ করছে।

জেলার ১১টি সরকারি আশ্রয় কেন্দ্রে সাত হাজার মানুষ তাদের গৃহপালিত পশু নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও প্লাবিত এলাকায় বিভিন্ন উঁচু সড়ক ও বেড়িবাঁধে আরও কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় বন্যায় পানিবন্দি মানুষগুলোর জন্য ৩৬০ মেট্রিকটন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও সরকারি আশ্রয় কেন্দ্রে ৫ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। এর বাইরেও বিভিন্ন উঁচু সড়ক ও বেড়িবাঁধে আরও কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
X
Fresh