• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

দাবি আদায়ে সড়ক অবরোধ না করে খোলা মাঠে সভার পরামর্শ ডিএমপি কমিশনারের 

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:২৬
দাবি আদায়ে সড়ক অবরোধ না করে খোলা মাঠে সভার পরামর্শ ডিএমপি কমিশনারের 
ফাইল ছবি

দাবি আদায়ে সড়ক অবরোধ না করে খোলা মাঠ বা অডিটরিয়ামে সভা করার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ইদানীং বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা বেছে নেয়। তারা মনে করে রাস্তা দখলে নিলেই তাদের দাবি আদায় হবে। ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়ে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়।

দাবিদাওয়ার বিষয়ে খোলামাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঢাকায় উত্তর দক্ষিণের রাস্তা খুবই কম। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে সব কিছু থেমে যায়। আপনারা দাবি আদায়ের বিষয়ে খোলামাঠ, অডিটোরিয়াম বেছে নিন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে আলোচনা করে সমস্যা সমাধান করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আর ভঙ্গুর করবেন না।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ৫ আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিলো; তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। গত ১৫ বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একসঙ্গে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়। তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসা-বাড়িতে ব্যবহৃত গ্যাসের মূল্য দ্বিগুণ করার দাবি, যা বলছে ফ্যাক্টচেক
বিয়ের ওপর কর বাতিলের দাবি, ৭ দিনের আল্টিমেটাম
কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের মানববন্ধন
ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১