• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুল ব্যবসায়ীর

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ঢাকা ক্লাবের সামনে বাসের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছেলে অনিক বলেন, আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটরসাইকেল চালিয়ে তিনি ফুল আনতে বের হন। যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। আমরা আরও জানতে পেরেছি এই ঘটনায় বাসের চালক ও ঘাতক বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকের হাড়ভাঙা পরিশ্রম সার্থক, মেডিকেলে চান্স পেয়েছেন মেয়ে
রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২