• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘মানুষের জন্য কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে’

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ২০:০০
‘মানুষের জন্য কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে’
ফাইল ছবি

মানুষের জন্য কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের (পুলিশ) মূল কাজ মানুষকে সেবা দেওয়া। সব কষ্ট ভুলে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।

সাজ্জাত আলী বলেন, এদেশ আমাদের সবার। তাই সবকিছু ছেড়ে আমাদের চলে যাওয়ার সুযোগ নেই। আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এদেশের মানুষকে সেবা দিতে হবে।

মানুষের সেবায় প্রতিটি কাজই পেশাদারিত্বের সঙ্গে করতে হবে জানিয়ে তিনি বলেন, প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজের মাধ্যমে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, পরিবর্তিত পরিস্থিতি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। নিজেদের ও পুলিশ বাহিনীর স্বার্থে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

মিরপুরে অবস্থিত ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত সব পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হতে ও তাদের সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বিষয়ে তাদের কথা শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২০
মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী দুইজন নিহত
মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় মিলল শটগান
পুলিশকে গুলি করে পালাল আসামি