• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, সুরক্ষায় যা করতে পারেন

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১০:১১

রাজধানী ঢাকার বাতাস আজও খুব দূষিত অবস্থায় আছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৬৩। এ মান অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আজ বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ষষ্ঠ। এ সময় ৪২৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে ভারতের দিল্লি।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার আজকের বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাসের এলাকা, সাভারের হেমায়েতপুর ও ইস্টার্ন হাইজিং–২।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১৩ শতাংশ বেশি।

সুরক্ষায় করণীয়

বায়ুদূষণের ক্ষতি থেকে সরক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ধূলাবালি বেশি ঢুকলে অবশ্যই ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত
আজ বছরের সর্বোচ্চ দূষিত ঢাকার বাতাস
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, যে ৫ স্থানে দূষণ বেশি
সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর'