• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৪৯
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গাজী শামিমুর রহমান।

তিনি জানান, বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে সংঘর্ষের সূত্রপাতের ব্যাপারে কিছু জানাতে পারেননি ওসি।

জানা যায়, রাত ১০টার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল ও ঢাকা পলিট্যাকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আর কয়েকটি হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এ সংঘর্ষ। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শিক্ষার্থীরা জানান, লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লার বিরুদ্ধে সংঘর্ষ-বিরতি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে: শিক্ষার্থীদের ড. ইউনূস
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু, সংঘর্ষ আজই
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১