• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে: রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ২২:৪৯
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের প্রতি জাপানের অটল। দেশের অন্তর্বর্তী সরকারের সময়ও টোকিও’র অবস্থান অপরিবর্তিত আছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ১৩ থেকে ২২ নভেম্বর ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত সাবেক জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধারে খনন প্রচেষ্টার সর্বশেষ অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘ দিনের অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, নতুন বাংলাদেশ সরকারের চাহিদা ও অনুরোধে আমরা কীভাবে সাড়া দিতে পারি তা নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও জাপান বাংলাদেশকে উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি জাপানের অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা ৫০ বছরেরও বেশি সময় ধরে একসাথে কাজ করছি এবং আমরা তা চালিয়ে যাব।

এদিকে, ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত সাবেক জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধারে খনন করা হয়। ‘জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপাট্রিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটিস’সহ (জেএআরআরইসি) জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের একটি দলের উদ্ধারকৃত দেহাবশেষ জাপানের ২৩ জন সাবেক সৈন্যের বলে ধারনা করা হচ্ছে। দলটি তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য দেহাবশেষ জাপানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। যাচাই-বাছাই শেষে চিহ্নিত সৈন্যদের অবশিষ্ট দেহাবশেষ উদ্ধারের জন্য দলটি আবার বাংলাদেশে আসবে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের মতো পশু-প্রাণীদেরও বাঁচার অধিকার আছে: নওশাবা
৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
৮১ বছর পর সরিয়ে নেওয়া হচ্ছে ২৪ জাপানি সেনার দেহাবশেষ
পুরোনো যন্ত্র থেকে মিলছে কেজি কেজি স্বর্ণ