কাকরাইলে ফের উত্তেজনা
![কাকরাইল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/15/image-299970-1731646232.jpg)
রাজধানীতে কাকরাইলের মসজিদকে ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে তাবলিগের দুইটি দলের মধ্যে। এই মসজিদটি তাবলিগ জামাতের মারকাজ হিসেবে ব্যবহার হয়ে আসছে। মসজিদটি যার দখলে থাকবে তাবলিগের মাঠ তার দখলেই যাবে বলে মনে করেন অনেকে। এ নিয়ে গত কয়েক দিন ধরে বেশ উত্তেজনা চলছে নিজেদের মধ্যে। যদিও এর শুরু অনেক আগে থেকেই।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাবলিগের একটি পক্ষ মাওলানা সাদ কান্ধলভীর অনুসরণকারীরা কাকরাইলের মারকাজ মসজিদের সামনে অবস্থান গ্রহণ করে। তবে মসজিদে আগে থেকে অবস্থান করা জুবায়েরপন্থিদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে শুরু করে।
এদিকে, বিভক্ত তাবলিগকে কাকরাইল মসজিদে অবস্থান করা নিয়ে আগে থেকেই সময় নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। সেই আলোকে জুবায়েরপন্থিরা চার সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন কাকরাইলে। যদিও বিগত সরকারের এমন সিদ্ধান্তকে বৈষম্য বলে দাবি করে আসছে উভয় পক্ষ।
এ নিয়ে গত বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাদ অনুসারীরা। অপর দিকে জুবায়েরপন্থিরা কাকরাইল মসজিদে ১৫ নভেম্বর থেকে লাগাতার অবস্থান নিতে মরিয়া হয়ে উঠেছে।
সাদ অনুসারীদের দাবি, কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতেই জুবায়েরপন্থিরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকেন। কিন্তু হেফাজতপন্থি আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থিরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছেন তারা।
এমন পরিস্থিতিতে সাধারণ মুসল্লি ও তাবলিগের অনুসারীরা ভয়াবহ সংঘাত ও হতাহতের মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করেন।
আরটিভি/এএইচ/এসএ
মন্তব্য করুন
ডাকাতের হাতে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র্যাব-পুলিশ
![ডাকাতের হাতে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র্যাব-পুলিশ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305148-1734602753.jpg)
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান: পুলিশ
![কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান: পুলিশ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305160-1734605506.jpg)
জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি
![জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ডাকাতদের ২ দাবি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305165-1734606273.jpg)
ব্যাংক জিম্মি: কর্মকর্তা, গ্রাহক ও অর্থ লোপাট নিয়ে যা জানা গেল
![ব্যাংক জিম্মি: কর্মকর্তা, গ্রাহক ও অর্থ লোপাট নিয়ে যা জানা গেল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305178-1734611339.jpg)
পরিচয় মিলেছে তিন ব্যাংক ডাকাতের
![পরিচয় মিলেছে তিন ব্যাংক ডাকাতের](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305195-1734614837.jpg)
খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল ৩ যুবক
![খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল ৩ যুবক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305197-1734615833.jpg)
গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, এরপর যা যা ঘটে
![গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, এরপর যা যা ঘটে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305210-1734620226.jpg)