• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে গ‍্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৫

আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১০:১৭
ফাইল ছবি

রাজধানীর কাফরুলে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাতে কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এ বিস্ফোরণে ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)। এরমধ্যে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি ২ শতাংশ, সাহানা ৫ শতাংশ, সুমন ৩ শতাংশ এবং ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আসাদুল মন্ডল জানান, আমরা গার্মেন্টস কর্মী সবাই ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকি। গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। পরে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। দগ্ধদের হাসপাতালে নিয়ে যাই।

বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ, ১৫ শ্রমিক আহত
রাজধানীতে সড়কে শুয়ে সিএনজিচালকদের অবরোধ 
সরাসরি ইলিশ মাছ বিক্রি করলে দাম কমবে: মৎস্য উপদেষ্টা
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২