• ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫৯
ফাইল ছবি

রাজধানী থেকে আকবর আলী মন্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত আকবর আলী মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মন্ডলের ছেলে। এলাকায় তিনি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

নিহতের বন্ধু ফারজু মন্ডল বলেন, গত শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসি। এরপর সবাই মিলে সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল হোটেলে উঠি।

তিনি আরও বলেন, রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বন্ধু আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, আজ ভোর ৪টার দিকে এক ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশিদের অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার
মিরপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা করার আহ্বান