• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাপনের পিএসসহ গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৪
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাপনের ব্যক্তিগত সহকারী (পিএস) সাখাওয়াত মোল্লা (৫২)। তিনি ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়ার শহিদুল্লাহর ছেলে। অপরজন আ. হেকিম রায়হান (৫২)। তিনি ভৈরবপুর দক্ষিণপাড়ার আ. রহিমের ছেলে।

রোববার (৩ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। এ সময় তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এতে বেশ কিছু ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) ও আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আরও বলেন, এরই ধারাবাহিকতায় পলাতক থাকা এজাহারনামীয় আসামিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস আসামি সাখাওয়াত মোল্লা (৫২) ও মামলার আরেক এজাহারভুক্ত আসামি আ. হেকিম রায়হানকে (৫২) গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এই পরিচালক বলেন, এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ রূপান্তরের সাংবাদিক আবুল হোসেন গ্রেপ্তার
আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে আরেকজনকে গ্রেপ্তার
আরও এক মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো 
‘সানজিদা শাহানাজ’ নামে আইন উপদেষ্টার কোনো পিএস নেই