• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

মোহাম্মদপুর-জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর চিরুনি অভিযান

আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ০২:৩৯
ছবি: আরটিভি

রাজধানীর মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। পুলিশের সহায়তায় অপরাধ নির্মূলে এবং জনগণের মাঝে স্বস্তি ফেরাতে এ অভিযান চালানো হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী।

এদিকে আইএসপিআর জানায়, ২৭ অক্টোবর দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার পুনর্গঠনে সেনাবাহিনীর সহায়তা দাবি বিপ্লবী ছাত্র পরিষদের
চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৮০
আর্টিলারি রেজিমেন্ট ও মেডিকেল কোর রিক্রুট ব্যাচের ‘সেনাবাহিনী প্রধান’ কুচকাওয়াজ 
চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা