• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৯:৩১
ঢামেক
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানা এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে মো. মেহেদী হাসান (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভবনে আস্তরের কাজ করার সময় অসাবধানবশত তিনি নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটি থানায়। তার বাবার নাম আবদুর রশিদ।

মেহেদীর ভাই রাসেল জানান, আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি। আজ দুপুরের খাবার শেষে পল্টনের একটি ১০ তলা ভবনে আস্তরের কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত নিচে পড়ে গিয়ে আহত হন তিনি। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্লোগানে স্লোগানে উত্তাল জিরো পয়েন্ট, রাতেই দখলে নিল ছাত্র-জনতা
ভালোবেসে বিয়ে, দুই মাস পর মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু 
রাজধানীর ১৩ পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি রোববার থেকে