• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১৫:০২
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কনস্টেবলের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামে। স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তার বাবা আবদুস সোবাহানও পুলিশে কর্মরত ছিলেন। ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন।

খিলক্ষেত থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, রায়হান কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দেয়। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরাখণ্ডে বাস খাদে, নিহত বেড়ে ৩৬
বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রনি
দুই গ্রুপের মারামারি, সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপ সংঘর্ষ, নিহত ২