• ঢাকা শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
logo

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৩
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

আটক ৩ জনের কাছ থেকে জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট ৫ জন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না।

আরটিভি /এমএ/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল ও গণভোজ
হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ
মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়: ফয়জুল করীম
ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি, যুবলীগ নেতা গ্রেপ্তার