• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

খাদ্য সচিবের নিয়োগ ২৪ ঘণ্টার মাথায় বাতিল

আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ২২:০৭
সরকার
সংগৃহীত

খাদ্য সচিব হিসেবে ইলাহী দাদ খানের চুক্তিভিত্তিক নিয়োগ ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করেছে সরকার। তবে ঠিক কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে তা জানা যায়নি।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তিতে দুই বছরের জন্য খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়।

তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী ইলাহী দাদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

তবে তিনি এরই মধ্যে যোগদান করেছেন কি না তা জানা যায়নি।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালকল মালিকদের সঙ্গে খাদ্য সচিবের সভা, চার সিদ্ধান্ত
অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ