• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

তাস দিয়ে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ১৭

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬
ছবি: আরটিভি

জুয়া খেলার অপরাধে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কবির হোসেন, মো. কাউসার, মো. জাকির হোসেন, মো. মহিউদ্দিন, মো. আনু, মো. ইয়াকুব আলী, মো. সাইফুল ইসলাম, মো. রিপন, মো. সুন্দর আলী, মো. রাসেল মিয়া, মো. মাসুম বিল্লাহ, মো. সুজন মিয়া, মো. মামুন, আ. করিম, মোশারফ হোসেন, মো. আলী ও মো. মজিবুর রহমান।

এ বিষয়ে ওসি মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার দিবাগত রাতে কারওয়ান বাজারের এসি ভবনের ৬ষ্ঠ তলায় তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার টহল পুলিশ তাদের আটক করে। পরে ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম /এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর আগের হত্যাকাণ্ডে সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার
আ.লীগ নেতার ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটজন গ্রেপ্তার
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ 
হত্যা মামলায় কৃষকলীগ নেতা আকরাম গ্রেপ্তার