• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

বাসায় ফেরার পথে হামলার শিকার তিন ভাই, একজনের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬
বাসায় ফেরার পথে হামলার শিকার তিন ভাই, একজনের মৃত্যু
ফাইল ছবি

রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মুগদায় হামলার শিকার হয়েছেন পারভেজ সুজন (৪৮), আশিক এলাহী শাকিল (২৮) ও আশিক শামস (২৪) নামে তিন ভাই। এর মধ্যে মেজো ভাই শাকিল ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন অপর দুজন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুগদার মান্ডা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সুজন, শাকিল ও আশিকের বাবা ওমর ফারুক জানান, বোতলজাত এলপি গ্যাসের ব্যবসা রয়েছে তার ছেলেদের। রাতে দোকান বন্ধ করে তিন ভাই একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদার মান্ডা মসজিদ সংলগ্ন রাস্তায় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ১২টার দিকে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুই ভাই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত অপর দুজন চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুটিং সেটে মৃত্যু, অবশেষে মুক্তির অপেক্ষায় সেই সিনেমা
রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে সেনা সদস্যের মৃত্যু
রানী-কাজলের ভিডিও ভাইরাল, খোঁজ পড়ল শাহরুখের
ইরাকি ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ২৪