• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

রাজধানীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২০
রাজধানীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
ফাইল ছবি।

রাজধানীতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সালাউদ্দিন সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক ভলান্টিয়ার রবিউল ইসলাম বলেন, চোর সন্দেহে পিটিয়ে ওই ব্যক্তিকে ফেলে রেখে যাওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে সেনা সদস্যের মৃত্যু
যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি রাজধানীতে গ্রেপ্তার
আরও বেড়েছে ডিমের দাম, নেপথ্য কারণ কী?
কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু