• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

কারওয়ান বাজারে চাঁদাবাজি, তেজগাঁও থানা শ্রমিকদলের আহ্বায়ক আটক

স্টাফ রিপোর্টার, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১
ছবি: আরটিভি

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিকদলের আহ্বায়ক জালাল আহমেদ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে, তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এসময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

অভুযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মিমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সাথে জড়িত নয় বলে দাবি করেন।

তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি তেমন কমেনি: পরিকল্পনা উপদেষ্টা
চাঁদাবাজির মামলায় জামিন পেলেন না অভিনেত্রী
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ