• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

রাজধানীর বাসায় মিলল এক ব্যক্তির মরদেহ

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:১২
প্রতীকী ছবি

রাজধানীর ভূতের গলি নর্থ রোড এলাকার একটি বাসার নিচতলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোস্তফা কামাল উদ্দিন আহমেদ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে খবর পেয়ে নর্থ রোডের ৫৪/১ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মৃত ব্যক্তি একাই থাকতেন ওই বাড়িতে। তাদের নিজেদের বাড়ি ও তার স্ত্রী অনেক আগে মারা গেছেন। আজ খবর পেয়ে বাইরে থেকে কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়।

বুলবুল আহমেদ জানান, তার সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশঝাড় থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
গোপন ভিডিও দেখিয়ে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬
বাথরুম থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার, অভিনেত্রী গ্রেপ্তার