• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী আইসিইউতে

আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪

রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে তাওসিফ মাহির (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, মাহির বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী।

তাওসিফ মাহিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে নীলক্ষেত থেকে রিকশায় বুয়েটে আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১৮ তলা ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর জখম হয় ওই শিক্ষার্থী। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুয়েটের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন আছে। জানতে পেরেছি রিকশায় যাওয়ার সময় মাথায় ইট পড়ে আহত হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের চার বছরের মাথায় সংসার ভাঙল তারকা দম্পতির
আরটিভিতে আজ (৮ অক্টোবর) যা দেখবেন
কার্টনে মিলল নারীর মাথাবিহীন খণ্ডিত মরদেহ
খাদ্য সচিবের নিয়োগ ২৪ ঘণ্টার মাথায় বাতিল