ডিএমপির ৫ থানায় পুলিশ পরিদর্শক বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি কর্মকর্তারা হলেন মোহম্মদ নুরুজ্জামানকে তুরাগ থানা, মো. সাফায়েত হোসেনকে কদমতলী থানা, মো. আব্দুল মালেককে আদাবর থানা, মো. আসাদুজ্জামানকে মুগদা থানা ও স্নেহাশীষ রায়কে গেণ্ডারিয়া থানায় বদলি করা হয়েছে।
মন্তব্য করুন
আরও একজনের পরিচয় মিলেছে, ঢামেকে এখনও বেওয়ারিশ ৫ জন
ঘটনাটা গত ৫ আগস্টের। সেদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিম উদ্দিন সরকার (৩২)। অবশেষে তার পরিচয় মিলেছে। তবে এখনও বেওয়ারিশ ৫ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরের দিকে জসিমের স্ত্রী বানেছা বেগম ঢাকা মেডিকেল কলেজে এসে মরদেহ শনাক্ত করেন। পেশায় জসিম উদ্দিন অটোরিকশাচালক। তার বাড়ি জামালপুরে।
জসিমের স্ত্রী বানেছা বেগম জানান, ৫ আগস্ট দুপুরে বাসা থেকে বের হন জসিম। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ জসিমের ফোন খোলা পাওয়া যায় এবং একজন কল রিসিভ করে বলেন, উত্তরার আজমপুর এলাকায় ৫ আগস্ট গুলিবিদ্ধ হন জসিম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে যান তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে সেখানে ভর্তি করা হয়েছিল। যারা মারা গেছে পরে তাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। এরপর শুক্রবার ঢাকা মেডিকেলে এসে মরদেহ শনাক্ত করেন বানেছা বেগম।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের মিলনদহ উপজেলার নয়ানগর গ্রামে। মেয়েকে নিয়ে উত্তরখান ময়নারটেক এলাকায় ভাড়া থাকতেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ইনচার্জ রামুচন্দ্র দাস জানান, বিগত কয়েক দিনে সহিংসতার ঘটনায় এখানে আটটি মরদেহ আনা হয়। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুটি মরদেহ শনাক্ত করে নিয়ে যায় তাদের স্বজনরা। শুক্রবার জসিমের স্ত্রী তার মরদেহ শনাক্ত করেন। এখনও এখানে বেওয়ারিশ পাঁচজনের মরদেহ রয়েছে।
চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে বিক্ষোভ
চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা।
শনিবার (১৭ আগস্ট) সকালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং ও দৈনিক মুজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারীরা শাহবাগে বিক্ষোভ করতে থাকেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আওয়ামী লীগ সরকার চতুর্থ শ্রেণির নিয়োগ বন্ধ করে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শুরু করে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্তিকরাসহ ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে।
ডিএমপিতে আবারও বড় রদবদল
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন
‘ডিবির হারুন আছে’ সন্দেহে বাড়ি ঘেরাও, অতঃপর...
মিরপুর উত্তর পীরেরবাগের একটি ভবনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ লুকিয়ে আছেন বলে সেটি ঘিরে রাখেন স্থানীয়রা। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। ওই ভবনে লুটপাত করার উদ্দেশ্যে এই গুজব ছড়ান প্রিন্স নামের এক যুবক।
জানা গেছে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেয়াল টপকে হারুনকে খুঁজতে কয়েকজন ওই ভবনের ভিতরে ঢুকে সিসিক্যামেরা ভেঙে চেষ্টা চালায় কলাপসিবল গেট ভাঙার। বাড়ির নিরাপত্তায় ছিলেন মালিকের আত্মীয় রিপন। অবস্থা বেগতিক দেখে গেট খুলে দেন তিনি। ভবনে ঢুকে প্রবেশকারীরা নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন। তাদের মধ্যে শাওন নামে একজন নিজেকে পরিচয় দেন সাংবাদিক হিসেবে। নিচের ফ্লোরে কিছু না পেয়ে, মালামাল ও আসবাবপত্র থাকা ২য় ও ৩য় তলার তালা খোলার জন্য চাপ দিতে থাকে। এমন সময় সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পৌঁছে শিক্ষার্থীদের ও ওই সাংবাদিকের পরিচয় জানতে চাইলে মুহূর্তেই পালটে যায় পরিস্থিতি। তারা নিজেদের পরিচয় প্রমাণে ব্যর্থ হলে তাদের ওপর চড়াও হন স্থানীয়রা। সন্দেহ বাড়ে ডাকাতির। পরে গুজব রটনাকারীকে ধরিয়ে দেওয়ার আশ্বাস দেন তারা।
এরপর গুজব ছড়ানোর মূল হোতা প্রিন্সকে ধরে আনেন তারা। প্রিন্স বলেন, ‘ডিবি হারুনের প্রসঙ্গটি সামনে এসেছে। কথা হবার পর, আমি বলেছি হারুন সম্ভবত উত্তর পীরেরবাগে আছেন। লোকেশন আমি গুগল ম্যাপে দেখাতে পারবো। যারাই সেখানে যাবেন, প্রথমে এলাকার মুরব্বি ডেকে কথা বলবেন। তারপর মুরব্বিদের নিয়ে ওই বাসায় যাবেন এবং কথা বলবেন যে, আমরা ইনফর্মেশনের ভিত্তিতে এসেছি।’
এরপর গণমাধ্যম কর্মীরা প্রিন্সের কাছ থেকে ঠিকানা নিয়ে পীরেরবাগের ওই বাসায় গিয়ে জানতে পারেন, বাসাটির ভাড়াটিয়া সাদিকুর থাকেন সৌদি আরবে। গুজব ছড়িয়ে ফাঁকা বাসায় লুটপাট করতেই এমন গুজব ছড়ানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেয়র আতিকের আসার খবরে ডিএনসিসি ভবন ঘেরাও
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার কার্যালয়ে এসেছেন- এমন খবর শুনে ডিএনসিসি ভবন ঘেরাও করেছেন বিক্ষুব্ধ লোকজন।
রোববার (১৮ আগস্ট) রাতে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের বাইরে ঘটেছে এ ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির এক কর্মকর্তা।
তিনি জানিয়েছেন, মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন, এমন খবর শুনে নগর ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন স্থানীয় লোকজন। মূলত মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিলেন। আনুমানিক রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে মেয়র নেই শুনে শান্ত হোন বিক্ষোভকারীরা এবং সেই জায়গা ছেড়ে চলে যান তারা।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে সিটি কর্পোরশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সেই হিসেবে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন অনেকে। এ অবস্থায় বেশকিছু নেতাকর্মী বিভিন্নভাবে দেশ ছাড়ার চেষ্টা করছেন। তবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশ ছেড়ে যাননি, তিনি দেশেই আছেন। অবশ্য বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি লোকচক্ষু এড়িয়ে চলছেন বলে জানা গেছে।
যেদিন থেকে চালু হতে পারে মেট্রোরেল
কর্মবিরতি প্রত্যাহার করে মঙ্গলবার (২০ আগস্ট) কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মচারীরা। এ অবস্থায় শিগগিরই বিদ্যমান সংকট কেটে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেলের যাত্রীসেবা চালু করার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক।
মঙ্গলবার (২০ আগস্ট) তিনি রাজধানীর প্রেস ক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি মেট্রোরেলের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
অবশ্য, মেট্রোরেল চালু হলেও আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সচিব এহছানুল হক। তবে এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।
এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি
রাজধানীর মানুষের স্বস্তির পরিবহন মেট্রোরেল রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলাচল করবে।
শনিবার (২৪ আগস্ট) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। আর সর্বশেষ মেট্রো ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ মেট্রো ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট পরপর ছাড়া হবে মেট্রোরেল।
এর আগে ডিএমটিসিএল জানিয়েছিল, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে। আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।