• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

রাজধানীতে ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯
ফাইল ছবি

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীর হাজারীবাগে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ১৯ বছর। এখনও তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অটোরিকশার চালকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সুমন জানান, আজ ভোরের দিকে সিএনজি চালিয়ে যাচ্ছিল ওই চালক। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ওই ছিনতাইকারীরা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই সিএনজি চালক আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ ভোরে রক্তাক্ত জখম অবস্থায় ওই সিএনজি চালককে মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমরা এখনও ওই চালকের নাম-পরিচয় জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত
কক্সবাজারে ৬ ট্রলার ডুবে নিহত ২, নিখোঁজ বহু জেলে
আন্দোলনে নিহত ৮৭৫ জন, ৭৭ শতাংশই গুলিতে: এইচআরএসএস