নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর কয়েকটি মোড়ে ট্রাফিক পুলিশ নেই: ডিএমপি
চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৩ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা কয়েকটি সড়কের মোড়ে ট্রাফিক পুলিশ রাখিনি। অন্যান্য মোড়ে ট্রাফিক পুলিশ রাখবো কিনা, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত পরে নেব।
এমন সিদ্ধান্তের পেছনে ‘নিরাপত্তা ঝুঁকি’ আছে কি?—জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, হ্যাঁ, আমরা এই বিষয়টিও বিবেচনায় রেখেছি।
কোটা আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানির প্রতিবাদে শনিবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ চলার মধ্যে ডিএমপির এমন সিদ্ধান্তের কথা জানা গেল।
মন্তব্য করুন
হাইকোর্ট ঘেরাও করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েত
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় এবার হাইকোর্ট ঘেরাও করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাইকে দ্রুত কার্জন হলের গেটে জমায়েত হতে বলেছেন ছাত্র নেতারা।
শনিবার (১০ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় এবার হাইকোর্ট ঘেরাও করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাইকে দ্রুত কার্জন হলের গেটে জমায়েত হতে বলে ছাত্র নেতারা।
শনিবার (১০ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
এর পরপরেই প্রধান বিচারপতির ডাকা ‘ফুল কোর্ট মিটিং’ স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অন্তর্বর্তীকালীন নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার সকাল নয়টার দিকে তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে ছাত্র জমায়েতর ডাক দেয়। তিনি প্রধান বিচারপতির হঠাৎ করেই ‘ফুল কোর্ট মিটিং’ আহ্বানকে পরাজিত শক্তির ষড়যন্ত্র বলে মত দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ এই উপদেষ্টার দেওয়া স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো, ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোন প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে। পরাজিত শক্তির যেকোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন। আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।
তিনি তার স্ট্যাটাসে অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আহ্বান জানান।
ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাইদ আহমেদকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে ওরিয়েন্ট স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।
ময়নাতদন্তের জন্য সাইদ আহমেদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইদ আহমেদের মামা আপেল মাহমুদের ভাষ্য অনুযায়ী, যুবদলের একটি কর্মসূচি শেষে তার ভাগনে সাইদ শুক্রবার সন্ধ্যায় ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকার বাসায় ফিরছিলেন। পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের আনোয়ার, আকবর, রনি, সালামসহ ২০-২৫ জন সাইদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে যান তারা।
আপেল মাহমুদ জানান, খবর পেয়ে মধ্যরাতে সাইদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রজনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাইদ এলাকায় আনন্দমিছিল বের করেছিলেন।
যুবদল নেতা সাইদ পেশায় ব্যবসায়ী ও ডেমরার বাহির টেংরা এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম সেকেন্দার।
ইসলামী ব্যাংকে হামলা, ৪ কর্মকর্তা গুলিবিদ্ধ
রাজধানীতে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এতে ব্যাংকটির ৪ জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ।
জানা গেছে, কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এসময় তাদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।
ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশো বহিরাগত অবস্থান নেন। তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। হঠাৎ এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তাসহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদেরকে বাঁধা দিলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি করেন। তাদের গুলিতে চার কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক থেকে কায়সার আলী পদত্যাগ করেন।
শিগগিরই চালু হচ্ছে মেট্রোরেল
রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে মেট্রোরেলের দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় এটির চলাচল। খুশির খবর হচ্ছে, ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন ছাড়া শিগগিরই চালু হচ্ছে মেট্রোরেল।
রোববার (১১ আগস্ট) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেট্রোরেল চালুর বিষয়ে দু-তিন দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে। এ নিয়ে ডিএমটিসিএল গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন সহসাই চালু হচ্ছে না।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেলের কোচ, লাইন ও সংকেত ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায় সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুটি স্টেশন বাদ দিয়ে বাকি ১৪ স্টেশনের মধ্যে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘মেট্রোরেল ঢাকার সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন। এটা আবার চালুর বিষয় নিয়ে আগামী দু-তিনদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। তারপর মেট্রোরেল চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশবক্সে অগ্নিসংযোগ করা হয়। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
গত ২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। এ সময় তিনি মিরপুর ১০ স্টেশন ঘুরে দেখেন। পরে উপস্থিত সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে।
ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে থাকলেন ড. ইউনূস
চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়েও রাজধানী ঢাকার সড়কে যানজটের মধ্যে গাড়িতে বসে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। অন্যান্য গণপরিবহনের সঙ্গেই লাইন মেনে চলে তার গাড়ি বহর। ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন ড. ইউনূস। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান।
রোববার (১১ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, রোববার ড. ইউনূসের গাড়িবহর রাজধানীর মতিঝিল এলাকায় হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বরে যানজটে আটকেপড়া অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ড. ইউনূসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। এ সময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তা থেকে দূরে দাঁড়ান। কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না। বাম পাশের রিকশা ডান পাশের লেনে ঢোকাবেন না। কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না।
বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের ১৫ মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কের একটি পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়।
ডিএমপির ৫ এডিসিকে ভারপ্রাপ্ত ডিসি পদে পদায়ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
এতে বলা হয়েছে, ডিএমপির এডিসি মোহাম্মদ ওসমান গনিকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) লজিস্টিক, এডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগ, এডিসি প্রত্যুষ কুমার মজুমদারকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মিরপুর বিভাগ, এডিসি মো. রাকিব খাঁনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ট্রাফিক মিরপুর বিভাগ ও এডিসি মো. জিয়া উদ্দিন আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা গুলশান বিভাগে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থানে বদলি করা হলো।
গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, একজন লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে, তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। এরপর সেখানে গিয়ে সেনাবাহিনী জানতে পারে একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিলো। পরে তিনি ভয়ে টাকা রেখে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয়।
এ ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করেছি।’