• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

সদরঘাটে লঞ্চের কেবিনে মিলল তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ০৪:১৪
সদরঘাটে লঞ্চের কেবিনে মিলল তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের কেবিন থেকে এক তরুণ ও এক তরুণীর ঝুলন্ত মরদেহ মিলেছে।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

সদরঘাট নৌ-থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদরঘাটে চাঁদপুর থেকে ঢাকাগামী ময়ূর-৭ লঞ্চের কেবিনে দুজনের ঝুলন্ত মরদেহ পেয়েছে নৌ-পুলিশ। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

এসআই লিয়াকত আলী জানান, খবর পেয়ে ময়ূর-৭ লঞ্চের ৩১১ নম্বর কেবিন থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তারা লঞ্চের কেবিনে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় গলা কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার
ভাড়াবাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার