• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

স্ত্রী চলে যাওয়ায় যুবক স্বামীর কাণ্ড

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৩:২৩
দক্ষিণখান
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান বউবাজার পূর্ব মোল্ল্যারটেক এলাকার বাসিন্দা শাহিদ রানা (৩৯)। নিজের ওপর অভিমান রাগ বেশি হলেও ভালোবাসতেন স্ত্রীকে। তাই তো স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার কষ্ট সইতে না পেরে নিজেকে শেষে করে দিলেন তিনি।

শাহিদ রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়পিপরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

তার ছোট ভাই মো. আসাদ বলেন, আমার ভাই খিচুনি রোগী ছিলেন। কোনো কিছুই করতেন না। বেকার থাকায় তার স্ত্রী রাগ করে বেশ কয়েকদিন আগে গ্রামের বাড়ি চলে যান। এতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে নিজের ওপর অভিমান করে কাউকে কিছু না বলে ছয়তলা ভবনের ছাদে ওঠেন। পরে সেখান থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার 
স্ত্রীসহ তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালালেন যুবক
গায়ক অর্ণবের স্ত্রীকে হত্যার হুমকি
বেসিক ব্যাংকের বাচ্চু ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা