• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২২, ১২:৩২
বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের পৌনে একঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (২৭ জুন) বেলা পৌনে ১১টায় দক্ষিণ বনশ্রীর জি ব্লকের ১২/৫ নম্বর রোডে রক্সি স্যান্ডেল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি বলেন, বেলা পৌনে ১১টায় জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুন নেভানোর কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

শাহজাহান সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। কারখানা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
গরমে এসি ও ফ্যানের বাজারে আগুন
নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান
X
Fresh