• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এ বছর ক্ষমতার পালাবদলে যারা

ফারজানা সুলতানা

  ২৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৭

নতুন বছর কড়া নাড়ছে দরজায়। পুরনোকে বিদায় দিয়ে বরণ করে নিতে হবে নতুনকে। ঠিক তেমনি চলতি বছর বিশ্ব রাজনীতিতে এসেছে অনেক নতুন মুখ। অনেক বিশ্বনেতাকে ছাড়তে হয়েছে ক্ষমতা, আবার কেউবা ছেড়ে দেয়ার অপেক্ষায়। কেউ ছেড়েছেন পৃথিবীর মায়া। এ বছর বিশ্ব রাজনীতিতে ক্ষমতার রদবদলের চিত্র দেখে নেয়া যাক।

বারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প

আসছে জানুয়ারিতে ক্ষমতা ছাড়বেন আমেরিকার দু’মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা। দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছরজুড়ে এটাই ছিলো বিশ্ব মিডিয়ায় আলোচনার মূল বিষয়বস্তু। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ইলেক্টোরাল কলেজ ভোটে হারিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও পপুলার ভোটে অনেক এগিয়ে ছিলেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বিশ্ব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলেই ধারণা সবার। নিজেও সে ইঙ্গিত দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

ডেভিড ক্যামেরন থেকে থেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাবার ফলাফল অর্থাৎ ব্রেক্সিটের সিদ্ধান্ত আসার পর পদত্যাগ করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনকে ইউরোপের সঙ্গে রাখার জন্য জোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু গণভোটে হেরে যান তিনি। চলতি বছরের ১৪ জুলাই ক্যামেরন পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন থেরেসা মে।

জয়ললিতা জয়রাম থেকে পান্নিরসেলভাম

ডিসেম্বরের ৫ তারিখ মারা যান তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছরের এ মুখ্যমন্ত্রী। একই দিনে গভীর রাতে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৬৫ বছরের পান্নিরসেলভাম। অক্টোবর থেকে তিনিই পালন করছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব।

রাজা ভূমিবল থেকে রাজা মাহা ভাজিরালংকরণ

৭০ বছর ক্ষমতায় থাকার পর এবছরই না ফেরার দেশে চলে গেলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। রাজা হিসেবে তিনিই কোনো দেশে সর্বোচ্চ সময় রাজত্ব করেছেন। একাধিকবার অভ্যুত্থানের শিকার হলেও থাইল্যান্ডের জনগণের কাছে তিনিই ছিলেন রক্ষাকর্তা। রাজা ভূমিবলের মৃত্যুর পর নতুন রাজা হলেন তার ছেলে ৬৪ বছরের প্রিন্স মাহা ভাজিরালংকর্ন।

দিলমা রুসেফ থেকে মিশেল তেমের

চলতি বছরে অভিশংসনের মুখে ক্ষমতা ছাড়তে হয় ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে। ২০০৪ সালে নির্বাচনের প্রাক্কালে আগের মেয়াদের আর্থিক তথ্য-উপাত্তে কারসাজি করে প্রবৃদ্ধি হিসেব বাড়িয়ে দেখানোর অভিযোগে তাকে অভিশংসিত করে সিনেট। রৌসেফ আত্মপক্ষ সমর্থন করলেও সিনেটের দু’-তৃতীয়াংশের বেশি ভোট পড়ে রৌসেফের বিপক্ষে। মে মাসে ক্ষমতাচ্যুত হন রৌসেফ। সেপ্টেম্বরে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিশেল তেমের।

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল ইংলিশ

বছরের শেষে বদল হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে কোন নির্বাচনের মাধ্যমে নয়। আকস্মিকভাবেই পদত্যাগ করেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন কি। পারিবারিক কারণেই তিনি পদত্যাগ করেন। নিউজিল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশকে নিয়োগ দেয়। ডিসেম্বরের ১২ তারিখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিদায় ২০১৬ এর পাঠক প্রিয়
X
Fresh