• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বর্ষসেরা টেস্ট দলে ঠাঁই পেলেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:০৭

আইসিসি বর্ষসেরা টেস্ট দলে ঠাঁই পেলেন না বিরাট কোহলি। ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় টেস্ট অধিনায়কের বাদ পড়া নিয়ে এরই মধ্যে চারদিকে বইছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, এটি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ‘ঐতিহাসিক ভুল’। আবার কেউ বলছেন, যে সময় বিবেচনায় রেখে আইসিসি দল গড়েছে, সে দিক থেকে দেখলে দলে স্থান পাবার প্রশ্নই আসে না কোহলির।

আইসিসি-২০১৬ বর্ষসেরা দল গড়েছেন রাহুল দ্রাবিড়, গ্যারি কার্স্টেন, কুমার সঙ্গাকারার মতো জগতবিখ্যাত সাবেক ক্রিকেটাররা।

দলে ভারত, নিউজিল্যান্ড, শীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করছেন একজন করে। আর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ারই রয়েছেন ৪ জন করে।

আইসিসির এ দলকে অনেকে হাস্যকর বলে অভিমত দিয়েছেন।

এক নজরে দেখে নেয়া যাক আইসিসির বর্ষসেরা একাদশের মহারথীদের-

১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

২. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড, অধিনায়ক)

৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

৪. জো রুট (ইংল্যান্ড)

৫. অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া)

৬. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)

৭. বেন স্টোকস (ইংল্যান্ড)

৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

৯. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)

১০. মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

১১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া

১২. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিদায় ২০১৬ এর পাঠক প্রিয়
X
Fresh