• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বর্ষসেরা ক্রিকেটার অশ্বিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ডিসেম্বর ২০১৬, ২০:৫০

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের অফস্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।

পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৮ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন অশ্বিন। একইসঙ্গে রান করেছেন ৩শ’ ৩৬। আর ১৯ টি-২০তে নিয়েছেন ২৭ উইকেট।

সব মিলিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন ৩০ বছরের এ অফস্পিন অলরাউন্ডার। এখন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার ও অলরাউন্ডারও তিনি।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা বোলার হিসেবে ২০১৫ সাল শেষ করেন অশ্বিন। এ বছর দু’বার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।

এর আগে ভারতের হয়ে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকার।

এ বছর আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), সেরা টি-২০ পারফরমার কার্লোস ব্র্যাথওয়েইট (ওয়েস্ট ইন্ডিজ), সেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সহযোগী দেশের সেরা ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ওয়ানডে ও টি-২০’র সেরা নারী ক্রিকেটার সুজি বেইটস (নিউজিল্যান্ড)।

এছাড়া স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড মিসবাহ-উল-হক (পাকিস্তান) এবং বর্ষসেরা আম্পয়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন মারায়াস এরাসমাস।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিদায় ২০১৬ এর পাঠক প্রিয়
X
Fresh