• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওয়াসার পানিতে দুর্গন্ধ আর মশার উপদ্রব ৩৭ নম্বর ওয়ার্ডে

সোহেল রানা, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৯, ১৩:০৬

সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও সব ধরনের সেবা থেকে বঞ্চিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙা রাস্তা, ওয়াসার পানিতে দুর্গন্ধ, মশার উপদ্রব, মাদকসহ সমস্যার শেষ নেই ওয়ার্ডটিতে। ওয়ার্ডের কাউন্সিলর বলছেন দীর্ঘদিন ধরে ইউনিয়নে থাকায় অবহেলিত ওয়ার্ডটির সমস্যা দূর করতে একটু সময় লাগবে।

উত্তরবাড্ডা, মধ্যবাড্ডা, মেরুলবাড্ডা, আফতাবনগর, আদর্শনগর হয়ে রামপুরা ব্রিজ পর্যন্ত সীমানা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড গঠিত।

দীর্ঘদিন ধরে ইউনিয়নের অধীনে থাকায় ওয়ার্ডটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই কাঁচা রাস্তা, রাস্তায় পানি জমে থাকা, সুয়ারেজ ব্যবস্থার দুর্বলতা, গ্যাস সংকট, পানিতে দুর্গন্ধ ও মাদক সমস্যায় অতিষ্ঠ এলাকার মানুষ।

বৈঠাখালি এলাকায় এখনও দেখা মেলে কাঁচা রাস্তা ও বাঁশের সাকোঁ। বেশিরভাগ বাড়িঘর জলাশয় ভরাট করে গড়ে ওঠায় মশার উপদ্রবও বেশি। মধ্যবাড্ডার পাঁচতলা এলাকায় রাস্তার ম্যানহোলের ঢাকনা নেই অনেকদিন। এখানে খাবার পানিতেও দুর্গন্ধ। সে সঙ্গে পয়ঃনিষ্কাশনের দুর্বলতাতো আছেই।