• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পরিবহন নৈরাজ্যের শিকার রাজধানীর কারওয়ান বাজার

শাহাবুদ্দিন শিহাব

  ১৯ অক্টোবর ২০১৭, ১৪:০০

পরিবহন নৈরাজ্যের শিকার রাজধানীর কারওয়ান বাজার। এলাকার বেশির ভাগ সরকারি-বেসরকারি ভবনের গ্যারাজে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় গাড়ি রাখতে হচ্ছে রাস্তার ওপর। এতে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ।

রাজধানীর অন্যতম ভিআইপি রাস্তা কাজী নজরুল ইসলাম এভিনিউ। অথচ এই রাস্তার দুই পাশেই রয়েছে বেশ কিছু ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব অধিকাংশ ভবনেরই নেই পর্যাপ্ত পার্কিং। আর এ কারণে গাড়ি রাখা হয় প্রধান সড়কে, রাস্তায় ও ফুটপাতে। অবস্থা এতটাই বেগতিক যে ফুটপাতে গাড়ি রাখার জন্য স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। আবার এসব ফুটপাত দখল করে গাড়ি রাখার কারণে প্রতিদিন দুর্ভোগেও পড়েন পথচারীরা।

ভিআইপি এই সড়কের পাশেই বাণিজ্যিক এলাকা কাওরান বাজার। সরকারি-বেসরকারি অফিসের গাড়ি, বাস, মাইক্রোবাস এবং বাজারের আড়তে আসা ট্রাক ও ব্যক্তিগত গাড়ি এলোপাতাড়িভাবে রাখা হয় এই এলাকায়। এতে পরিবহন ব্যবস্থায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা।

তবে এসব গাড়ি থেকে আবার আদায় করা হয় পার্কিং ফি। তাই এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানোর পরামর্শ দিলেন নগরবিদরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস. এম. অজিয়র রহমান জানান, পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান চালালে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • জনদুর্ভোগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
ঢাকার যেসব জায়গায় বসবে কোরবানির পশুর হাট
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh