• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাগরে ভাসমান রোহিঙ্গাদের দায় নেবে না বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০২০, ০৯:১৫
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে সাগরে ভাসতে থাকা প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থীর কোনো দায় নিতে রাজি নয় বাংলাদেশ। তারা এখন বাংলাদেশে প্রবেশ করতে চাইলেও কোনোভাবেই গ্রহণ করা হবে না।

বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও মালয় সরকার তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

তিনি গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।

তিনি প্রশ্ন রাখেন, এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?

আব্দুল মোমেন জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছেন।

মন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ আগে ৪০০ এর বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাকে গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।’


এসজে

মন্তব্য করুন

daraz
  • রোহিঙ্গা সংকট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনদিনের সফরে সুইডেনের রাজকন্যা ঢাকায়
X
Fresh