• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আবারো ভেস্তে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া

টেকনাফ প্রতিনিধি

  ২৩ আগস্ট ২০১৯, ১৭:১০
রোহিঙ্গা

আবারো ভেস্তে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গারা বলছে, সব শর্ত পূরণ করা না হলে তারা ফিরবে না স্বদেশে। তবে, স্থানীয়রা এরজন্য দায়ী করেছেন, রোহিঙ্গা নেতা ও কতিপয় বিদেশি এনজিওকে।

এদের প্ররোচনায় রোহিঙ্গারা প্রত্যাবাসনে রাজি হচ্ছেন না বলে অভিমত স্থানীয়দের।

এদিকে, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, প্রত্যাবাসন নিশ্চিতে কাজ চলমান রয়েছে। তালিকায় থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেয়া অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার বান্দরবানের ঘুমধুম মৈত্রী সেতু দিয়ে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। মিয়ানমারও এসব রোহিঙ্গাদের গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছিল।

এদিকে, প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

পি

মন্তব্য করুন

daraz
  • রোহিঙ্গা সংকট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh