logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গাদের দ্বিতীয়দিনের সাক্ষাৎকার চলছে (ভিডিও)

টেকনাফ প্রতিনিধি
|  ২১ আগস্ট ২০১৯, ১০:০৪ | আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৩:২৯
মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেয়ার দ্বিতীয় দিন আজ বুধবার। সকালে সাক্ষাৎকার নেয়ার জন্য ইউএনএইচসিআরের প্রতিনিধি দল উপস্থিত হন।

গতকালও মঙ্গলবার টেকনাফের শালবাগান ২৬ সিআইসি ক্যাম্পে শতাধিক পরিবারের মতামত নেয়া হয়। ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন।

তবে, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে মিয়ানমার ফিরতে রাজি নয় বলে জানায় বেশিরভাগ পরিবার। এর আগে আশ্রয়কেন্দ্রের বেশ কিছু ঘরে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেন ইউএনএইচসিআরের প্রতিনিধি দল।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, প্রথম পর্যায়ে পরিবার প্রধানের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। তিনি যদি যেতে সম্মত হন তবে যাওয়ার আগে আবার পরিবারের সব সদস্যের সম্মতি নেওয়া হবে।

আরো পড়ুন:

পি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রোহিঙ্গা সংকট এর সর্বশেষ
  • রোহিঙ্গা সংকট এর পাঠক প্রিয়