• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আনন্দ-বেদনার ঈদ উদযাপন রোহিঙ্গা ক্যাম্পে

টেকনাফ প্রতিনিধি

  ০৭ জুন ২০১৯, ১৭:৪২

আনন্দ-বেদনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রিত ১১ লাখের বেশি রোহিঙ্গা। মাতৃভূমি থেকে বিতাড়িত হবার কষ্ট ভুলতে না পারলেও নিজেদের মতো করে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। ঈদের আগের দিন পর্যাপ্ত সেমাই, চিনিসহ অন্যান্য খাবার সামগ্রী আর নতুন জামা-কাপড় পেয়ে উচ্ছ্বসিত রোহিঙ্গারা।

২০১৭ সালের ২৫ আগস্টে মিয়ানমারে সৃষ্ট সহিংসতায় পর পালিয়ে আসে ১১ লাখের বেশি রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফ উপজেলায় ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে তাদের আশ্রয় দেয় সরকার। পেছনে ফেলে আসা দুঃসহ স্মৃতি ভুলতে না পারলেও নিজেদের মতো করে ঈদ উদযাপন করছে এসব মানুষ।

এবার পর্যাপ্ত সেমাই, চিনি আর নতুন জামা-কাপড় পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। সারাদিন মিনি সিনেমা হল আর নাগরদোলায় ঘুরে দারুণ সময় কাটছে তাদের।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান জানান, সরাসরি জামা কাপড় পৌঁছাতে না পারলেও ঈদ উযাপনের পরিবেশ তৈরির করে দেয়া হয়েছে। তছাড়া এবার আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • রোহিঙ্গা সংকট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
উখিয়ায় ক্যাম্প থেকে গুলিসহ গ্রেপ্তার ৫
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় মামলা
X
Fresh