• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঘর ধসে দাদি-নাতির মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মে ২০১৯, ০৯:০৪
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে প্রচণ্ড ঝড়ো বাতাসে কাঠের ঘর ধসে দাদি ও নাতির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চরদোয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদোয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দাদির নাম নুরজাহান (৬০) ও নাতির নাম জাহিদুর (৯)।

ঘর চাপা পড়ে নিহতদের মধ্যে নূরজাহানের স্বামীর নাম মৃত আব্দুল বারেক। তার নাতি জাহিদের বাবার নাম ইব্রাহিম হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ইব্রাহিম হোসেনের বাড়িটি কাঠের ছিল। বাড়ির একটি কক্ষে দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়েছিল নাতি জাহিদুর। রাতে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে ওই কক্ষটি ধসে পড়লে ঘটনাস্থলেই দাদি-নাতির মৃত্যু হয়।

বাংলাদেশ এবং এর উপকূলীয় এলাকায় শুক্রবার সকাল থেকে ঘূর্ণিঝড় ফণীর অগ্রবর্তী অংশের প্রভাব অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে নিরাপত্তার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলাগুলোর ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • ঘূর্ণিঝড় ফণী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
কিল-ঘুসিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
X
Fresh