• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় ফণী'র কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০২ মে ২০১৯, ২৩:৩৭
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ফণী'র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৭ টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে এ রুটে একটি রো রো ফেরিসহ মোট ১৪ টি ফেরি চলাচল করছিল।

বিআইডাব্লিউটিএ'র সহকারি ব্যবস্হাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেন জানান, ঘূর্ণিঝড় ফণী'র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে, রাত ১০ টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্স পারাপারের জন্য একটি কে-টাইপ ফেরি জরুরিভিত্তিতে শিমুলিয়া ঘাট ছেড়ে গেছে। জরুরিভিত্তিতে চলাচলের জন্য দুই একটি কে-টাইপ ফেরি চালু আছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, আবহাওয়ার গতি স্বাভাবিক দেখে পরবর্তীতে পুনরায় ফেরি চালু করা হবে।

এদিকে, ফেরি চলাচল বন্ধ রাখার কারণে শিমুলিয়া ঘাটে ছোট-বড় (রাত সাড়ে দশটা পর্যন্ত) প্রায় ৪শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ঘূর্ণিঝড় ফণী এর পাঠক প্রিয়
X
Fresh