• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঘূর্ণিঝড় ‘ফণী’ ১শ থেকে ১শ ২০ কি.মি গতিতে বাংলাদেশ অতিক্রম করবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৯, ২১:০৬

ঘূর্ণিঝড় ‘ফণী’ সাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। এটি একটি প্রবল ঘূর্ণিঝড়। আমাদের যে বিশ্লেষণ সেই অনুযায়ী দেখতে পাচ্ছি, এটি যখন বাংলাদেশে থাকবে তখন হয়তো ১৬০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে বাতাস থাকবে না। দুর্বল হয়ে ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। সেটিও আমাদের জন্য একটি আশঙ্কার বিষয়। বললেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় পরিচালক এ তথ্য জানান।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি এখনও উত্তর-পূর্ব দিক থেকে অগ্রসর হতে হতে মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটারের মধ্যে এসেছে। এটি ভারতের উপকূল স্পর্শ করে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়ে খুলনা উপকূল দিয়ে বাংলাদেশের উপকূল স্পর্শ করবে