• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এক লাখ চারা গাছ রোপণ করবে ডিএসসিসি: মেয়র তাপস

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২০, ১৫:২৯
DSCC to plant one lakh saplings: Mayor Tapas
নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক লাখ চারা গাছ রোপণ করবেন বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে যে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি প্রধানমন্ত্রীর সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চায়। সে লক্ষ্যে আজ হতে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় এক লাখ গাছের চারা রোপণ করা হবে।

ডিএসসিসি মেয়র আরও বলেন, বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাব্যাপী এক লাখ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।

এ সময় তিনি নগর ভবন প্রাঙ্গণে ৩টি কৃষ্ণচূড়া ও দুটি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন। অন্যান্যদের মধ্যে এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পি

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে পাঁচ চুক্তি
সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
X
Fresh