• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় শুরু হলে কী করবেন, কী করবেন না

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ মে ২০২০, ১৭:১৫
What to do when a cyclone starts, what not to do
ফাইল ছবি

ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আগেই বেশ কিছু সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঝড় থেমে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। কী করবেন আর কী করবেন না, সেটা বুঝতে পারেন না।

দেখে নিন ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঝড় থেমে গেলে কী করবেন আর কী করবেন না

১. ঝড় শুরু হলে বাড়িতে বিদ্যুত সংযোগের মেন সুইচ এবং গ্যাসের সংযোগের সুইচ বন্ধ করে দিন।

২. বাড়ির সব দরজা জানালা বন্ধ রাখুন।

৩. ঝড়ের ফলে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ। ফলে আগে থেকেই মোবাইলে যথেষ্ট চার্জ দিয়ে রাখুন।

৪. বাড়িতে ধারালো কোনও জিনিস খোলা অবস্থায় থাকলে দ্রুত সরিয়ে রাখুন। ঝড়ের মধ্যে বাড়িতে কোনও ধারালো জিনিস ছড়িয়ে রাখবেন না।

৫. পোষ্যদের ছেড়ে দিন। যাতে বিপদ বুঝলে তারাও নিরাপদ স্থানে যেতে পারে।

৬. ঘূর্ণিঝড়ের সময়ে যদি কোনোভাবে বাড়ির বাইরে থাকেন, খোলা রাস্তায় বা গাছের নীচে দাঁড়াবেন না।

৭. বাড়ির বাইরে থাকলে ঝড় শুরু হলে দ্রুত আশ্রয় নিন।

৮. তবে ক্ষতিগ্রস্ত বা জীর্ণ পাকা বাড়ি এবং কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না।

৯. বিপদ বুঝে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় বা পাকা বাড়ি খুঁজে নিন।

১০. সতর্ক থাকুন ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার ধারালো অংশের ব্যাপারে।

১১. ঘূর্ণিঝড়ের তীব্রতার মধ্যেও সতর্ক থাকুন করোনাভাইরাস নিয়ে।

১২. মাস্ক পরতে এবং বার বার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে ভুলবেন না।

১৩. যদি দুর্যোগের পরে কোনও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা অন্যান্য সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতে হয়, সেখানেও সামাজিক দূরত্ব বজায় রাখুন।

১৪. যে কোনও প্রাকৃতিক দুর্যোগের পরে বিভিন্ন সংক্রামক অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই চেষ্টা করুন বিসুদ্ধ পানি পান করতে।

সূত্র: আনন্দবাজার

এস

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh