• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলতি মাসেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ও কালবৈশাখী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০২০, ১২:১৮
চলতি মাসেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ও কালবৈশাখী

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অপরদিকে এপ্রিলের যে কয়দিন বাকি আছে, প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও দমকা থেকে ঝড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। প্রাক-বর্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, খুলনা বিভাগ ছাড়া বাকি সাতটি বিভাগেই চলতি মাসের বাকি দিনগুলোয় ঝড়-বৃষ্টি থাকবে। শিলাবৃষ্টি ও বজ্রপাত হবে দেশের বিভিন্ন স্থানে।
পি

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিন সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার
২ দিন দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে বাড়তি সুবিধা
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আগ্রহ আন্তর্জাতিক অনেক কোম্পানির
X
Fresh