• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যশোরে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৯
যশোর ঝড়ো হাওয়া বৃষ্টি
বৃষ্টির কারণে সাধারণ খেটে মানুষ পড়েছেন দুর্ভোগে, ছবি: সংগৃহীত

যশোরের বিভিন্ন এলাকায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ বিরাজ করছে। বৃষ্টির কারণে সাধারণ খেটে মানুষ পড়েছেন দুর্ভোগে।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩-৪ দিন এমন ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন বৃষ্টিপাত হবে। সেই সাথে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তিনদিনের শেষের দিকে আবহাওয়া উন্নতি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৮ ডিগ্রি। এদিকে, বৃষ্টির কারণে সাধারণ খেটে মানুষ দুর্ভোগে পড়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারেনি। কেউ কেউ কাজে এসেও কোন কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছে।

পি

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh