• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পরিবেশ রক্ষায় সড়কের দুইপাশে দুই লাখ তালগাছ (ভিডিও)

পাবনা প্রতিনিধি (উত্তর), আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১০:২৭
পরিবেশ রক্ষায় সড়কের দু’পাশে শতশত তালগাছ

পাবনা জেলার বিভিন্ন রাস্তার দু’পাশে সারি সারি তালগাছ। পরিবেশ সুরক্ষায় নিজ উদ্যোগে এই গাছগুলো লাগিয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা কুদ্দুস পণ্ডিত। এ পর্যন্ত পাবনার বিভিন্ন উপজেলার সড়কের দু’পাশে দুই লাখেরও বেশি তারগাছ তিনি রোপন করেছেন।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার সদর উপজেলার দুবলিয়ার কুদ্দুস পণ্ডিত ১৯৮২ সাল থেকে নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনা, রাস্তা ঘাটের দু’পাশে তাল গাছ রোপন শুরু করেন। একপর্যায়ে পাবনার সাথিয়া, আমিনপুর, ইশ্বরদী এবং পাকশীর বিভিন্ন রাস্তাঘাটে তাল বীজ রোপন করেন তিনি। ঢাকা-পাবনা মহাসড়ক আর রেললাইনের দুপাশেও রোপন করেন হাজারো গাছ।

তারা আরও জানান, কুদ্দুস পণ্ডিত শুধু তালগাছ রোপন করেই কাজ শেষ করেননি, সেগুলোর নিয়মিত পরিচর্যাও করেন। তার এমন কাজে খুশি এলাকাবাসীও।

এ বিষয়ে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহার আলী বলেন, বজ্রপাত থেকে রক্ষায় দেশব্যাপী তালগাছ লাগানোর সরকারি উদ্যোগ এগিয়ে নিচ্ছেন কুদ্দুস পণ্ডিত। নিশ্চয় এটা প্রশংসার দাবি রাখে।

এদিকে জীবনের শেষ সময় পর্যন্ত তালগাছ রোপন করার ইচ্ছা পোষণ করেন কুদ্দুস পণ্ডিত।

এজে

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার পরিবেশ রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার
X
Fresh