• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মরা মানুষের পচা গন্ধ আসে যে ফুল থেকে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জুন ২০১৮, ১৬:৩৮

ফুল শব্দটি শুনলেই মাথায় প্রথমে আসে সুগন্ধের কথা। কিন্তু না, আপনার সেই ধারণার পায়ে কুঠারাঘাত করার জন্য প্রকৃতিতে আছে একটি ফুল। টাইটান অ্যারাম নামে একটি বিরল ফুল যার আরেক নাম ‘মৃতদেহ ফুল’। যেটা থেকে আসে মরা মানুষের পচা গন্ধ। খবর স্কাই নিউজ।

যুক্তরাজ্যের কর্নওয়ালের ইডেন প্রজেক্টে এ ফুলটি দেখা গেছে। বছরের পর বছর ধরে ফুল গাছটির পরিচর্যা করে আসছেন বৃক্ষবিশারদ টিম গ্রিগ। সম্প্রতি গাছটিতে ফুল ধরেছে। ফুল থেকে মরা মানুষের পচা গন্ধ আসছে। ফুলের গন্ধ শোঁকার জন্য সে এলাকায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে এ ফুলটির গন্ধ ছিল মাত্র দুই দিন।

ছয় ফুট লম্বা এ ফুলটি নিজের তাপমাত্রা নিজেই উৎপাদন করে। এর মাধ্যমে তারা পরাগবাহী পোকামাকড়কে আকর্ষণ করে থাকে।

টুইটারে এডেন প্রজেক্ট জানায়, আমাদের টাইটান অ্যারাম গতকাল প্রস্ফুটিত হয়েছে। বিরল এ দৃশ্য দেখার জন্য আজ আসুন এডেনে। এটি মাত্র ৪৮ ঘণ্টার জন্য ফুটেছে। লম্বায় এটা পৃথিবীর সবচেয়ে বড় ফুল। বিরল এ ফুলটি সাত থেকে নয় বছরে একবার ফোটে এবং এর গন্ধটি থাকে মাত্র দুইদিন।

ফুলটির পরিচর্যাকারী গ্রিগ জানান, এ ফুলটির কারণে কর্নওয়ালের পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। এ ফুলটির নামকরণ করেছেন বিশ্ববিখ্যাত ধারাভাষ্যকার ও গবেষক স্যার ডেভিড অ্যাটেনবরো।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
X
Fresh