• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভূমিকম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ জানুয়ারি ২০১৮, ০৯:০২

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।এর মাত্রা ছিল ৪ দশমিক ৫ । শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এসব জেলার অনেকেই ভূমিকম্প অনুভব করেছেন।

ভূমিকম্প অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী। ৪ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে বলে জানা গেছে। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও তাতে মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চল সংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
X
Fresh