• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদের দিন সকালেই বৃষ্টিতে ভিজল দেশ

আরটিভি নিউজ

  ০৩ মে ২০২২, ১২:০৩
ঈদের দিন সকালেই বৃষ্টিতে ভিজল দেশ
ফাইল ছবি

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন সকালেই ‍বৃষ্টিতে ভিজেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। সকাল থেকেই শুরু হয়েছে ঝড়োহাওয়াসহ বৃষ্টি। ঈদ জামাতে যাওয়ার আগেই অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে ঈদের নামাজ আদায় করতে অসুবিধায় পড়তে হয় মুসল্লীদের।

ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে ঈদের নামাজে যাওয়ার আগে টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় দশকিয়া ইউনিয়ন হাতিয়া গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিসের মতে, আজ সারাদিন থেমে থেমে চলবে বৃষ্টি।কোথাও হালকা ও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh