• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানীতে বৃষ্টি, গুলাবের প্রভাবে উপকূলে ঝড়ের শঙ্কা

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৮
রাজধানীতে বৃষ্টি

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) রাত বাংলামোটর, ফার্মগেট ও মতিঝিলসহ বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ রাতে জানান, গুলাবের প্রভাবে ঢাকায় বৃষ্টি হয়েছে। তবে দীর্ঘস্থায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। এছাড়া, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক রোববার রাতে বলেন, বাংলাদেশের ওপর ঘূর্ণিঝড়টি খুব বেশি প্রভাব ফেলবে না। তবে উপকূলে কিছুটা প্রভাব পড়তে পারে। সেখানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার। পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে সামান্য পরিবর্তন হতে পারে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি : আইইবি
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
X
Fresh