• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আসছে ৩ নম্বর সংকেত, নিরাপদে থাকার নির্দেশ

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯
দমকা হাওয়া

টানা গরমের পর বঙ্গোপসাগরে নিম্নচাপে বরিশালসহ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিসহ দমকা ঝোড়ো হাওয়া বইছে। টানা বৃষ্টিতে নদ-নদীতে পানি বেড়ে পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের জেলেদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত রোববার থেকে দেশের উপূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হওয়া আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অব্যাবহ রয়েছে।

আবহাওয়া বিভাগ বলছে, বরিশাল এলাকাসহ উপকূলী অঞ্চলে গত চব্বিশ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় অধিক জলোচ্ছ্বাস হতে পারে। এতে নিম্নাঞ্চল আরও প্লাবিত হতে পারে। এসময় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বরিশালের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বরিশাল নগরের পলাশপুর, রসুলপুর, আমানতগঞ্জ, কালিজিরা, দপদপিয়া, ধান গবেষণা সড়ক, সাগরদি, রূপাতলী, সদর উপজেলার চরবাড়িয়া, তালতলীসহ নিম্নাঞ্চল এলাকায় পানি ঢুকে পড়েছে। ঘর থেকে বের হতে পারছে না এসব এলাকার বাসিন্দা।

বঙ্গোপসাগর তিন দিন ধরে খুবই উত্তাল রয়েছে। এ কারণে টিকতে না পেরে সাগরে অবস্থান করা কয়েক হাজার মাছ ধরা ট্রলার পাথরঘাটা, বরগুনা, মহিপুর, সুন্দরবনের দুবলা, কটকা, মেহেরআলীর চর, শরণখোলা, বাগেরহাটে আশ্রয় নিয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নদীবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের জেলেরা সাগর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাজধানীসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত
ঢাকাসহ যেসব জায়গায় ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, ৪ অঞ্চলে সতর্ক সংকেত
X
Fresh